বাসস
  ১৪ আগস্ট ২০২৩, ১৮:৪২

জাতীয় শোক দিবস উপলক্ষে দিনাজপুরে শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা

দিনাজপুর, ১৪ আগস্ট, ২০২৩ (বাসস): জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও শিশু একাডেমির উদ্যোগে শিশুদের চিত্রাংকন, বঙ্গবন্ধুর জীবনী ভিত্তিক রচনা লিখন প্রতিযোগিতা, আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল থেকে দিনব্যাপী দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী পৃথিলা দাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- শিশু একাডেমি জেলা শাখার শিশু বিষয়ক কর্মকর্তা মো. আকতারুজ্জামান, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার লিছা রিছিল, দিনাজপুর বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলামসহ প্রমুখ।
আলোচনা সভা শেষে বাদ যোহর দোয়া মাহফিল পরিচালনা করেন- দিনাজপুর কালেক্টরেট জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. গোলাম রসুল।
আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে শিশুদের চিত্রাংকন, বঙ্গবন্ধুর জীবনী ভিত্তিক রচনা লিখন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়