বাসস
  ২৮ নভেম্বর ২০২২, ১৮:১৬
আপডেট  : ২৮ নভেম্বর ২০২২, ১৮:২২

বগুড়ায় আমন ধান ও চাল সংগ্রহ শুরু

বগুড়া, ২৮ নভেম্বর, ২০২২(বাসস) : জেলার সদর খাদ্য গুদামে আজ আভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। 
জেলা প্রশাসক, জেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি মো. জিয়াউল হক ধান চাল সংগ্রহের উদ্বোধন করেন। ডিজিটাল খাদ্যশস্য সংগ্রহ ও ব্যবস্থাপনা সিস্টেমের মাধ্যমে এই ধান চাল সংগৃহীত হচ্ছে। বগুড়ায় এ বছর ৩৭ হাজার ১৪৩ টন আমন ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 
এর মধ্যে বগুড়া জেলার আমন ২০২২-২৩ মৌসুমের ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১০ হাজার ২২২ টন। সংগ্রহ মূল্য ধরা হয়েছে প্রতি কেজি ২৮ টাকা। সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৬ হাজার ৯২১ টন। 
১৭ নভেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারির  মধ্যে ধান ও চাল সংগ্রহের সময়সীমা বেঁধে দেয়া হয়েছে। জেলার ১ হাজার ৬৬টি হাস্কিং মিল এবং ৫৪টি অটোমেটিক মিলের সঙ্গে এই চুক্তি সম্পাদন হয়েছে। জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন আমন সংগ্রহ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ।
অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার সমর কুমার পাল, সদর খাদ্য গুদামের কর্মকর্তা মনিরুল হক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়