BSS-BNhrch_cat_news-24-5
বাসস
  ৩০ সেপ্টেম্বর ২০২২, ১৯:১৬

রাঙ্গামাটিতে মাসব্যাপী বাণিজ্য মেলা 

রাঙ্গামাটি, ৩০ সেপ্টেম্বর ২০২২ (বাসস) : জেলায় আজ রাঙ্গামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে  মাসব্যাপী বাণিজ্য মেলা শুরু হয়েছে।
আজ শুক্রবার বিকেল ৪টায়  স্থানীয় কুমার সমিত রায় জিমনেসিয়াম মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ বাণিজ্য মেলা উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
রাঙ্গামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ-এর সভাপতি মো. আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে এ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাঙ্গামাটির অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, পুলিশ সুপার মীর আবু তৌহিদ প্রমুখ। 
এবারের মেলায় রাঙ্গামাটি জেলার ৯ টি এবং বাইরের ৩১ স্টল স্থান পেয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়