বাসস
  ০৪ আগস্ট ২০২১, ১৬:৪৭

শোকাবহ আগস্টে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জনতা ব্যাংকের 

ঢাকা, ৪ আগস্ট, ২০২১ (বাসস) : শোকাবহ আগস্ট মাস উপলক্ষে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে জনতা ব্যাংক লিমিটেড। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদের আত্মার শান্তি কামনা করে বুধবার ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর সংলগ্ন সড়কে মাসব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন জনতা ব্যাংক লিমিটেডের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদ। 
আব্দুছ ছালাম আজাদ বলেন, জাতির পিতার আদর্শকে ধারণ করে ব্যাংকিং সেবার পাশাপাশি জনতা ব্যাংক দুঃস্থ জনগোষ্ঠির দুদর্শা লাঘবে নিষ্ঠার সাথে কাজ করছে। কোভিড মহামারিতে ক্ষতিগ্রস্ত প্রান্তিক মানুষের পাশে সমাজের বিত্তবানদের দাঁড়ানোর আহ্বান জানান তিনি। 
জনতা ব্যাংকের এমডি বলেন, বঙ্গন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিকভাবে  দ্রুত এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর দুরদর্শিতার কারণে পদ্মা সেতু, মেট্রো রেল ও পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের মতো মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। দেশবাসী শীঘ্রই এসব প্রকল্পের সুফল ভোগ করতে পারবে।  
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে জনতা ব্যাংকের জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. মুজিবুর রহমান মোল্লা, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক মো. শাব্বির আহমেদ শিমুল, সহসভাপতি মো. জুনায়েদ হোসেন, যুগ্মসাধারণ সম্পাদক মো. ফয়সাল, জনতা ব্যাংক প্রাতিষ্ঠানিক কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. মিজানুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন। 
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়