বাসস
  ০১ ডিসেম্বর ২০২১, ২০:৪৬

বিএফআইইউ’র প্রধান হলেন মাসুদ বিশ্বাস

ঢাকা, ১ ডিসেম্বর, ২০২১ (বাসস) : বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান নিযুক্ত হয়েছেন কেন্দ্রিয় ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মাসুদ বিশ্বাস। তিনি এতোদিন বিএফআইইউ’র উপ প্রধান ও ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্বে ছিলেন। আগামী দুই বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
গত ১০ সেপ্টেম্বর আবু হেনা মো. রাজি হাসানের মেয়াদ শেষ হওয়ার পর থেকে ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব পান তিনি। ১৯৮৮ সালে সহকারি পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে কর্মজীবন শুরু করেন। বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করে ২০১৭ সালের আগস্টে নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি পান।
তিনি এনবিআরবি কমার্শিয়াল ও মার্কেন্টাইল ব্যাংকের পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেন। গত দুই বছর ধরে তিনি বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ডের (বিএমডিএফ) পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
১৯৬৩ সালের জানুয়ারিতে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার নওলামারী গ্রামে তার জন্ম। তার পিতা সাবেক ব্যাংকার মো. আব্দুল জব্বার ও মাতা মোছা. মনোয়ারা বেগম।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়