বাসস
  ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৫৪
আপডেট  : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৫৯

আনোয়ার পাশা চট্টগ্রাম চেম্বারের নতুন প্রশাসক

ঢাকা, ৯ সেপ্টেম্বর, ২০২৪ (বাসস) : চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সাধারণ) মুহাম্মদ আনোয়ার পাশা চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই)’র প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন।
বাণিজ্য মন্ত্রণালয় আজ এ মর্মে একটি প্রজ্ঞাপন জারি করেছে।
ট্রেড অর্গানাইজেশনস অধ্যাদেশ-২০২২ এর ধারা-১৭ মোতাবেক আনোয়ার পাশাকে এ নিয়োগ দেওয়া হয়।
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশাসক ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের আয়োজন এবং নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবেন এবং তা মন্ত্রণালয়কে অবহিত করবেন।