বাসস
  ০৩ ডিসেম্বর ২০২২, ১৫:৫৩

ভারতের বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের ১৫তম অধিনায়ক লিটন

ঢাকা, ৩ ডিসেম্বর, ২০২২ (বাসস) : দেশের ১৫তম অধিনায়ক হিসেবে কাল থেকে শুরু হওয়া ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন ব্যাটার লিটন দাস।
কুঁচকির ইনজুরির কারনে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে পড়েন নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল। তামিমের জায়গায় দলের অধিনায়কত্বের গুরুদায়িত্ব পেয়েছেন ৫৭টি ওয়ানডে খেলা লিটন।
ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টস করতে নামলেই ১৫তম অধিনায়ক হিসেবে রেকর্ড বইয়ে নাম তুলবেন লিটন।
বাংলাদেশের জার্সিতে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা আছে লিটনের। সেটি টি-টোয়েন্টি ফরম্যাটে। ২০২১ সালের মার্চে নিউজিল্যান্ডের সফরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইনজুরিতে পড়েন তৎকালীন  অধিনায়ক মাহমুদদুল্লাহ রিয়াদ। মাহমুদুল্লাহর ইনজুরিতে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে দলকে নেতৃত্ব দিয়েছিলেন লিটন।
লিটনের অধীনে ঐ ম্যাচটি ৬৫ রানে হেরেছিলো বাংলাদেশ। ব্যাট হাতে ১ বল খেলে খালি হাতে প্যাভিলিয়নে ফিরেন লিটন। সিরিজটি ৩-০ ব্যবধানে হেরেছিলো টাইগাররা।
লিটনের আগে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন গাজী আশরাফ (৭টি), মিনহাজুল আবেদিন (২টি), আকরাম খান (১৫টি), আমিনুল ইসলাম (১৬টি), নাইমুর রহমান (৪টি), খালেদ মাসুদ (৩০টি), খালেদ মাহমুদ (১৫টি), হাবিবুল বাশার (৬৯টি), রাজিন সালেহ (২টি), মোহাম্মদ আশরাফুল (৩৮টি), সাকিব আল হাসান (৫০টি), মাশরাফি বিন মর্তুজা (৮৮টি), মুশফিকুর রহিম (৩৭টি) ও তামিম ইকবাল (২৭টি)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়