বাসস
  ০১ ডিসেম্বর ২০২২, ১৯:১৩

পাকিস্তানের বিপক্ষে প্রথম দিনই ১১২ বছরের বিশ্ব রেকর্ড ভাঙলো ইংল্যান্ড

রাওয়ালপিন্ডি, ১ ডিসেম্বর ২০২২ (বাসস) : রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনই বিশ্ব রেকর্ড গড়লো ইংল্যান্ড।
চার ব্যাটারের সেঞ্চুরিতে প্রথম দিন ৭৫ ওভার ব্যাট করে ৪ উইকেটে ৫০৬ রান তুলেছে  ইংল্যান্ড। টেস্ট ইতিহাসে কোন ম্যাচের প্রথম দিন সর্বোচ্চ রানের বিশ^ রেকর্ড এটি।  আজকের এই ইনিংসের ১১২ বছরের পুরনো বিশ^ রেকর্ড ভাঙলো ইংলিশরা।
আগের বিশ^ রেকর্ড হয়েছিলো ১৯১০ সালে। সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টের প্রথম দিন ৬ উইকেটে ৪৯৪ রান করেছিলো অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার ঐ বিশ^ রেকর্ড আজ ভেঙে ফেললো ইংল্যান্ড।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ওয়ানডে স্টাইলে খেলেছে ইংল্যান্ডের ব্যাটাররা। ওপেনার জ্যাক ক্রলি ১২২, বেন ডাকেট ১০৭, ওলি পোপ ১০৮ ও হ্যারি ব্রুক অপরাজিত ১০১ রান করেছেন। সেঞ্চুরিয়ানদের মধ্যে ক্রলি-পোপ ও ব্রুকের ব্যাটিং স্ট্রাইক রেট ১শর উপরে ছিলো। ওভার প্রতি দলের রান ৬ দশমিক ৭৪। ১৫ বলে ৩৪ রান তুলে অপরাজিত আছেন অধিনায়ক বেন স্টোকস। তার স্ট্রাইক রেট ২২৬।
পাকিস্তানের চার বোলারের ইকোনমি রেট ৬এর উপর। একজনের ৫ দশমিক ৬৪। আরেক জনের ১৫। ২৩ ওভার বল করে ১৬০ রানে সবচেয়ে বেশি ২টি উইকেট নিয়েছেন লেগ-স্পিনার জাহিদ মাহমুদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়