BSS-BNhrch_cat_news-24-5
বাসস
  ০১ ডিসেম্বর ২০২২, ১৮:০০

আবারো হাসপাতালে ভর্তি পেলে

সাও পাওলো, ১ ডিসেম্বর ২০২২ (বাসস) : আবারো  হাসপাতালে ভর্তি হয়েছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে। অবশ্য তার শারীরিক অবস্থা স্তিতিশীল আছে। ক্যান্সার চিকিৎসার নিয়মিত অংশ হিসেবে শারীরিক চেক আপের জন্য  সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।
হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ক্যান্সারের চিকিৎসার পুনর্মূল্যায়ন করতে হাসপাতালে ভর্তি করা হয় পেলেকে। ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলের অবস্থা স্থিতিশীল।
সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতাল কর্তৃপক্ষ  আরো জানিয়েছে, ‘পরীক্ষার  পর রোগীকে কমন রুমে নেয়া হয়েছে। সেমি-ইনটেনসিভ কেয়ার ইউনিটে নেয়ার প্রয়োজন পড়েনি।’
পেলের মেয়ে কেলি নাসিমেন্টো ইনস্টাগ্রামে জানিয়েছেন, পেলের অবস্থার জরুরি কোন কিছুই ছিলো না।
ইএসপিএন ব্রাসিল জানিয়েছে, তার স্বাস্থ্যের সমস্যাগুলো আরও ভালোভাবে পর্যবেক্ষণের জন্য বেশ কয়েকটি পরীক্ষাও করা হয়েছে।
২০২১ সালের সেপ্টেম্বরে ৮২ বছর বয়সী পেলের কোলন থেকে একটি টিউমার সরানো হয়েছিল। এরপর থেকে নিয়মিত চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়া আসা করছেন পেলে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়