বাসস
  ০১ অক্টোবর ২০২২, ১৮:২৮

নিগার-ফারজানাদের জয়ে উচ্ছ্বসিত মুশফিক

ঢাকা, ১ অক্টোবর, ২০২২ (বাসস) : নারী এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টে  বড় জয় দিয়ে বাংলাদেশ দলের  শুরুতে দারুন উচ্ছ্বসিত পুরুষ দলের  সাবেক অধিনায়ক মুশফিকুর  রহিম।  সিলেট আন্তর্জাতি স্টেডিয়ামে আজ  টুর্নামেন্ট ও নিজেদের  প্রথম ম্যাচে বোলিং-ব্যাটিং নৈপুন্যে  থাইল্যান্ডের বিপক্ষে ৫০ বল হাতে রেখেই  ৯ উইকেটের  বড় জয় পেয়েছে  বাংলাদেশ নারী দল।  
নারীদের এমন জয়ে উচ্ছ্বসিত বাংলাদেশের পুরুষ দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।
নিগারা সুলতানা জ্যোতির দলের প্রশংসা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন মুশফিক।
টি-টোয়েন্টির সাবেক উইকেটরক্ষক-ব্যাটার মুশফক লিখেছেন, ‘এশিয়া কাপের উদ্বোধনী খেলায় জয়ের জন্য আমাদের মেয়েদের শুভ কামনা। সত্যিই ডিফেন্ডিং চ্যাম্পিয়নের মত খেলেছো। এটা ধরে রাখো। মাশাআল্লাহ।’
মালয়েশিয়ায় অনুষ্ঠিত  ২০১৮ সালে সর্বশেষ  এশিয়া কাপের শিরোপা জিতেছিলো বাংলাদেশের নারীরা। উত্তেজনাপূর্ণ ফাইনালে শেষ বলে ভারতকে ৩ উইকেটে হারিয়ে এশিয়া শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পড়ে বাংলাদেশ। তাই এবার শিরোপা ধরে রাখার মিশনে নিগার-ফারজানারা।
সদ্যই টি-টোয়েন্টি বিশ^কাপের বাছাই পর্বের শিরোপা জয় করেছে বাংলাদেশ নারী দল।
এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যচে আগামী ৩ অক্টোবর পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়