বাসস
  ১৯ আগস্ট ২০২২, ১৩:৪৯

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন মেক্সিকোর জেসুস করোনা

মাদ্রিদ, ১৯ আগস্ট ২০২২ (বাসস/এএফপি): চলতি বছর কাতারে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে খেলতে পারছেন না মেক্সিকোর উইঙ্গার জেসুস ‘টেকাটিটো’ করোনা। নিজ ক্লাব সেভিয়ায় অনুশীলনকালে  তার পা ভেঙ্গে গেছে। সেই সঙ্গে ছিড়ে গেছে বাঁ পায়ের গোড়ালির লিগামেন্ট। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে সেভিয়া। 
স্প্যানিশ ওই ক্লাবটি জানায়, বিকেলেই সার্জারির জন্য পাঠানো হবে এই খেলোয়াড়কে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্লাবটি আরো জানায়, এ জাতীয় ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হতে কমপক্ষে ৪ থেকে ৫ মাস সময় লাগতে পারে। আগামী ২০ নভেম্বর কাতারে শুরু হবে বিশ^কাপ। 
গত জানুয়ারিতে পোর্তো থেকে সেভিয়ায় যোগ দেন ২৯ বছর বয়সি টেকাটিটো। মেক্সিকোর হয়ে ৭১টি আন্তর্জাতিক ম্যাচে অংশ নিয়ে ১০ গোল করেছেন তিনি। ২০১৮ সালে রাশিয়ায় অনুষ্ঠিত বিশ^কাপের দুটি ম্যাচেও অংশ নিয়েছিলেন তিনি। দুইবারই অবশ্য বদলী হিসেবে মাঠে নামেন এই উইঙ্গার।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়