বাসস
  ১৮ আগস্ট ২০২২, ১৮:২৬

ওয়ানডে ক্রিকেট হারিয়ে যাওয়ার আলোচনা, সম্পূর্ণই বাজে কথা : রোহিত

নয়া দিল্লি, ১৮ আগস্ট ২০২২ (বাসস) : টি-টোয়েন্টি ক্রিকেটের দাপটে ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যত নিয়ে শঙ্কা সাবেক-বর্তমান ক্রিকেটারদের মুখে-মুখে। তাদের মতে, ভবিষ্যতে হারিয়ে যাবে ওয়ানডে ক্রিকেট। টিকে থাকবে টি-টোয়েন্টি ও টেস্ট। তবে এদের সাথে একমত নন  ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তার মতে, ওয়ানডে ক্রিকেট হারিয়ে যাওয়ার আলোচনা সম্পূর্ণই বাজে কথা।
আন্তর্জাতিক ক্রিকেটের ঠাসা সূচির কারনে হঠাৎ করেই গেল মাসে ৫০ ওভারের ক্রিকেট থেকে বিদায় নেন ইংল্যান্ডের ওয়ানডে বিশ^কাপ জয়ী খেলোয়াড় বেন স্টোকস। তার অবসরের পর ওয়ানডে ক্রিকেট নিয়ে আলোচনা সর্বত্র।
টি-টোয়েন্টি ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের  কারনে ওয়ানডের ভবিষ্যত অন্ধকার বলে অনেকেই মন্তব্য করেন। তবে এমন কথা মানতে রাজি নন ভারতের রোহিত।
ওয়ানডেতে তিনটি ডাবল সেঞ্চুরির মালিক রোহিত বলেন, ‘ওয়ানডে ক্রিকেট দিয়েই আমি জনপ্রিয়তা পেয়েছি। এসব আলোচনা একদম বাজে কথা। মানুষ আগে টেস্ট ক্রিকেট নিয়েও এসব বলেছে।’
তিনি আরও বলেন, ‘আমার কাছে, ক্রিকেটই সবচেয়ে গুরুত্বপূর্ণ, সংস্করণ যেটাই হোক। আমি কখনই বলবো না যে, ওয়ানডে শেষ হচ্ছে বা টি-টোয়েন্টি শেষ হচ্ছে বা টেস্ট শেষের কাছাকাছি।’
আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাটই সমান  গুরুত্বপূর্ণ সেটিই স্পষ্ট জানিয়েছেন রোহিত। তিনি বলেন, ‘আমি চাই অন্য একটি ফরম্যাটও থাকুক, কারণ আমার জন্য খেলাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোন ফরম্যাটে খেলব বা খেলবো না তা ব্যক্তিগত পছন্দ, তবে আমার জন্য তিনটি ফরম্যাটই গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, ‘যখনই আমরা ওয়ানডে খেলি, গ্যালারি পরিপূর্ণ থাকে। রোমাঞ্চ-উত্তেজনা থাকে। তাই তিন সংস্করণের গুরুত্বই থেকে যাবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়