বাসস
  ১০ আগস্ট ২০২২, ১২:৫৮

চেলসি ছেড়ে লিপজিগে ফিরে আসলেন টিমো ওয়ার্নার

বার্লিন, ১০ আগস্ট, ২০২২ (বাসস) : চার বছরের চুক্তিতে চেলসি থেকে বুন্দেসলিগার ক্লাব আরবি লিপজিগে ফিরে এসেছেন ক্লাবটির সাবেক স্ট্রাইকার টিমো ওয়ার্নার। ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
২৬ বছর বয়সী জার্মান এই স্ট্রাইকার ইংলিশ জায়ান্টদের হয়ে দুই মৌসুম কাটিয়েছেন। এই দুই বছরে ৫৬টি প্রিমিয়ার লিগ ম্যাচে করেছেন ১০ গোল। জার্মান গণমাধ্যম সূত্রমতে জানা গেছে ২৫ মিলিয়ণ পাউন্ডের বিনিময়ে বুন্দেসলিগার ক্লাবটি তাদের সর্বোচ্চ গোলদাতাকে ফিরিয়ে এনেছে।
লিপজিগের এক বিবৃতিতে ওয়ার্নার বলেছেন, ‘আবারো আরবি লিপজিগের হয়ে খেলার সুযোগ পেয়ে আমি দারুন খুশী। ২০১৬-২০২০ সাল পর্যন্ত আমি এই ক্লাবে দারুন সময় কাটিয়েছি। লিগের নতুন ক্লাব হিসেবে আমরা দারুন পারফর্ম করেছিলাম। রেকর্ড গোলদাতা হিসেবে সেটি আমার জন্য মর্যাদাপূর্ণ প্রস্থান ছিল। কিন্তু সেগুলো এখন অতীত। আমি এখন ভবিষ্যতের জন্য মুখিয়ে আছি। কারন আমি ও আমার ক্লাব উভয়ই গত দুই বছরে অনেক উন্নতি করেছি।’
এর আগে মঙ্গলবার ৫৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ওয়ার্নার স্ট্যামফোর্ড ব্রীজ ছাড়ার ঘোষনা দেন। চেলসির জার্সি গায়ে ওয়ার্নার ২০২১ সালের চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করেছেন। কিন্তু সেখানে ফর্মের ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়ার্নার বলেছেন, ‘আজ চেলসির সাথে আমার যাত্রা শেষ হয়ে যাচ্ছে। এই বিশেষ ক্লাবটিতে যে সময় আমি কাটিয়েছি তা অসাধারণ ছিল। গত দুই বছরে এখানে সকলের কাছ থেকে অকুণ্ঠ সমর্থন ও ভালবাসা পেয়েছি। ভাল এবং চ্যালেঞ্জিং মুহূর্তে ক্লাবের সবাই যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে তা কখনো ভোলার নয়।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়