বাসস
  ০১ আগস্ট ২০২১, ১৫:১৮

টি-টুয়েন্টি : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭ রানের জয় পাকিস্তানের 

গায়ানা, ১ আগস্ট, ২০২১ (বাসস) : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচে ৭ রানে জয় পেয়েছে  সফরকারী পাকিস্তান। ফলে চার ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান। বৃষ্টির কারনে সিরিজের প্রথম ম্যাচ পরিত্যক্ত হয়েছিলো। 
গত রাতে গায়ানায় সিরিজের তৃতীয় ম্যাচে টস জিতে প্রথমে বোলিং বেছে নেয় ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট হাতে শুরুটা ভালোই ছিলো পাকিস্তানের। দুই ওপেনার শারজিল খান ও মোহাম্মদ রিজওয়ান ২৮ বলে ৪৬ রান করেন। 
শারজিল ২০ রানে থামলেও, দ্বিতীয় উইকেটে অধিনায়ক বাবর আজমের সাথে ৫৮ বলে ৬৭ রান যোগ করেন রিজওয়ান ।  
২টি করে চার-ছক্কায় ৩৬ বলে ৪৬ রান করেন রিজওয়ান। তবে টি-টুয়েন্টি ক্যারিয়ারের ২০তম হাফ-সেঞ্চুরি তুলে নেন বাবর। তাকে ৫১ রানে থামান ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ও পেসার জেসন হোল্ডার। 
১৭তম ওভারে ১৩৪ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে আউট হন বাবর। বাকী ২৩ বলে ৫ উইকেট হারিয়ে ২৩ রানের বেশি যোগ করতে পারেনি পাকিস্তানের পরের দিকের ব্যাটসম্যানরা। ২০ ওভারে ৮ উইকেটে ১৫৭ রান করে পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজের হোল্ডার ৪টি উইকেট নেন। 
১৫৮ রানের জবাবে শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ৬ ওভারে ৩১ রানে ২ উইকেট হারায় তারা। তৃতীয় উইকেটে এভিন লুইস ও শিমরোন হেটমায়ার ৩৫ বলে ৩৯ রান যোগ করেন। দলীয় ৭০ রানে আউট হন হেটমায়ার। ১৭ রান করেন তিনি। আর দলীয় ৭৬ রানে আহত অবসর নেন লুইস। ৩৫ রান করেছিলেন তিনি। 
পরবর্তীতে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন নিকোলাস পুরান। কিন্তু তার বিধ্বংসী ব্যাটিংএর পরও কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ২০ ওভারে ৪ উইকেটে ১৫০ রান করে ক্যারিবীয়রা। 
৩৩ বলে ৪টি চার ও ৬টি ছক্কায় ৬২ রানে অপরাজিত ছিলেন পুরান। চতুর্থ উইকেটে অধিনায়ক কাইরন পোলার্ডের সাথে ৩২ বলে ৬৪ রান যোগ করেন পুরান। ৪ ওভারে মাত্র ৬ রানে ১ উইকেট নিয়ে ম্যাচ সেরা পাকিস্তানের মোহাম্মদ হাফিজ।  
আজ রাতে একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ম্যাচ। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়