বাসস
  ২৭ মে ২০২২, ১৭:৫৮

সর্বোচ্চ উইকেট আসিথার, বাংলাদেশের পক্ষে সাকিব

ঢাকা, ২৭ মে ২০২২ (বাসস) : ১৩ উইকেট নিয়ে বাংলাদেশ-শ্রীলংকা দুই ম্যাচের টেস্ট সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারী লংকান পেসার আসিথা ফার্নান্দো।
২ টেস্টের ৩ ইনিংসে ১৩ উইকেট নিয়েছেন আসিথা। চট্টগ্রামে প্রথম টেস্টে ৩ এবং ঢাকায় দ্বিতীয় ও শেষ টেস্টে ১০ উইকেট নেন তিনি। ঢাকা টেস্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন আসিথাই।
দ্বিতীয় সর্বোচ্চ ১১ উইকেট নিয়েছেন শ্রীলংকার আরেক পেসার কাসুন রাজিথা। চট্টগ্রামে প্রথম টেস্টে কনকাশন সাব হিসেবে খেলতে নেমে ৪ উইকেট নেন তিনি। চট্টগ্রামে দারুন পারফরমেন্সের সুবাদে  ঢাকা টেস্টের মূল একাদশে অনায়াসে জায়গা পান রাজিথা। সেখানেও নিজেকে মেলে ধরেন তিনি। প্রথম ইনিংসে ৫ ও দ্বিতীয় ইনিংসে ২ উইকেট নেন রাজিথা।
৯ উইকেট নিয়ে তালিকার তৃতীয় স্থানে বাংলাদেশের সাকিব আল হাসান। চট্টগ্রাম টেস্টের দুই ইনিংসে যথাক্রমে  ৩ ও ১ উইকেট নিয়েছিলেন তিনি। ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট নেন সাকিব।
সেরা পাঁচের পরের দু’টিস্থানে আছেন বাংলাদেশের দুই স্পিনার নাইম হাসান ও তাইজুল ইসলাম। ১ টেস্টে নাইম ৬ ও তাইজুল ২ টেস্টে ৫ উইকেট নিয়েছেন। চট্টগ্রামে প্রথম টেস্টের প্রথম ইনিংসে নিজের ক্যারিয়ার সেরা  ১০৫ রানে ৬ উইকেট নেন নাইম। দ্বিতীয় ইনিংসে উইকেট শুন্য থাকা এ  বোলার  আঙ্গুলের ইনজুরিতে পড়েন । যে কারেণ ঢাকা টেস্টে খেলতে পারেননি তিনি।
বাংলাদেশ-শ্রীলংকা টেস্ট সিরিজে সেরা পাঁচ বোলার :
বোলার    ম্যাচ    ইনিংস    ওভার    রান    উইকেট
আসিথা ফার্নান্দো (শ্রীলংকা)    ২    ৩    ৬৯.৩    ২১৬    ১৩
কাসুন রাজিথা (শ্রীলংকা)    ২    ৩    ৬৪.৩    ১৬৪    ১১
সাকিব আল হাসান (বাংলাদেশ)    ২    ৪    ১০৫.১    ২২১    ৯
নাইম হাসান (বাংলাদেশ)    ১    ২    ৫৩.০    ১৮৪    ৬
তাইজুল ইসলাম (বাংলাদেশ)    ২    ৪    ১৩২.০    ৩২৯    ৫

  • সর্বশেষ
  • জনপ্রিয়