বাসস
  ২২ মে ২০২২, ১৭:৪৯

টাইব্রেকারে জার্মান কাপ জিতল ১০ জনের লিপজিগ

বার্লিন, ২২ মে ২০২২ (বাসস/এএফপি) : তৃতীয় প্রচেস্টায় জার্মান কাপ ফুটবলের শিরোপা জয় করলো ১০ জনের আরবি লিপজিগ। শনিবার টাইব্রেকারে লিপজিগ ৪-২ গোলে ফ্রেইবার্গকে পরাজিত করেছে । অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচটি ১-১ গোলে সমতায় ছিল। 
বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরুতেই গোল করে ফ্রেইবার্গকে এগিয়ে দেন ম্যাক্সিমিলিয়ান এগেস্টেইন। লাল কার্ড দেখে মার্সেল হালস্টেনবার্গ বিদায় নেয়ার পর ম্যাচের ৯০ মিনিটে গোল পরিশোধ করে ১০ জনের লিপজিগকে সমতায় ফিরিয়ে আনেন ক্রিস্টোফার এনকুনকু। 
এর আগে ২০১৯ সালেও জর্মান কাপের ফাইনালে উঠেছিল লিপজিগ। কিন্তু বায়ার্ন মিউনিখের কাছে হেরে শিরোপা ঘরে তোলা হয়নি তাদের। পরের বার ডর্টুমুন্ডের কাছে হেরে শিরোপা লাভে ব্যর্থ হয় লিপিজিগ। তৃতীয় প্রচেস্টায় শেষ পর্যন্ত শিরোপা ঘরে তুলতে সক্ষম হলো ক্লাবটি। 
২০০৯ সালে প্রতিষ্ঠিত এনার্জি ড্রিংক জায়ান্ট রেডবুলের মালিকানাধীন আরবি লিপিজগের এটিই প্রথম বড় কোন শিরোপা। ক্লাবটির প্রধান কোচ অলিভার মিন্টজলাফ বলেন,‘ আমরা ৬০ মিনিট ১০ জন নিয়ে খেলেছি। এটি আমাদের জন্য একটি ঐতিহাসিক বিকেল। এখন আমরা পার্টি করতে যাচ্ছি।’
 
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়