বাসস
  ১৬ মে ২০২২, ১৮:৩৬

হতাশার আউটে ১৯৯ ক্লাবে ম্যাথুজ

চট্টগ্রাম, ১৬ মে ২০২২ (বাসস) : টেস্ট ক্রিকেটের ১৪৫ বছরের ইতিহাসে ১৪তম ব্যাটার হিসেবে ১৯৯ রানে আউটের স্বাদ পেলেন শ্রীলংকার অ্যাঞ্জেলো ম্যাথুজ। 
আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে এমন হৃদয়বিদারক ঘটনার মুখোমুখি হলেন লংকান ব্যাটসম্যান। স্বাগতিক  বাংলাদেশী অফ স্পিনার নাঈমের বল উড়িয়ে মারতে চেয়েছিলেন তিনি। কিন্তু বলটি সহজ ক্যাচ হয়ে স্কয়ার লেগ অঞ্চলে ধরা পড়ে সাকিব আল হাসানের হাতে। 
শ্রীলংকাকে প্রথম টেস্টের প্রথম ইনিংসে সবকটি উইকেটের বিনিময়ে ৩৯৭ রানে পৌঁছে দেয়ার পথে গুরুত্বপুর্ন ভুমিকা রেখেছেন ম্যাথুজ। ৩৯৭ বলের মোকাবেলায় ১৯টি বাউন্ডারি হকানোর পাশাপাশি একটি ওভার বাউন্ডারিও হাকিয়েছেন তিনি। তালিকায় তৃতীয় লংকান ব্যাটার হিসেবে স্থান পেয়েছেন ম্যাথিউস। এর আগে  লংকানদের মধ্যে ১৯৯ রানের ক্লাবে জায়গা পেয়েছেন সনৎ জসুরিয়া ও কুমার সাঙ্গাকারা। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ব্যাটার হিসেবে ১৯৯ রানে আউট হয়েছেন ম্যাথিউস। এর আগে ২০১৭ সালে  স্বাগতিক দক্ষিন আফ্রিকান অধিনায়ক ডিন এলগার ১৯৯ রানে বাংলাদেশের বিপক্ষে আউট হয়েছিলেন। 
সর্বপ্রথম ১৯৯ রানে আউট হওয়ার স্বাদ পেয়েছেন পাকিস্তানের মুদাসসর নজর। ১৯৮৪ সালে চিরপ্রতিদ্বন্দ্বি ভারতের বিপক্ষে এই ঘটনার জন্ম দেন তিনি। ১৯৮৬ সালে দ্বিতীয় ব্যাটার হিসেবে ওই তালিকায় স্থান পান ভারতের মোহাম্মদ আজহারউদ্দিন ।  
দীর্ঘ ১১ বছর পর হৃদয়বিদারক ওই ঘটনার শিকার হন অস্ট্রেলিয়ার ম্যাথিউ এলিয়ট। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে  ১৯৯৭ সালে ওই তালিকায় ঢুকে পড়েন তিনি। 
চট্টগ্রামে দারুন দক্ষতার সঙ্গে লংকানদের এগিয়ে নিয়ে গেছেন ম্যাথুজ। অবশ্য এই পথে ভাগ্যের সহায়তাও পেয়েছেন তিনি। ৩৮ রানের মাথায় রিভিউ নিয়ে আম্পায়ের আউটের সিদ্ধান্ত থেকে বেঁচে  যান  তিনি। এরপর ব্যক্তিগত ৬৯ রানে তাইজুল ইসলামের বল স্লিপে উঠে গেলেও মাহমুদুল হাসানের হাত ফস্কে বেঁচে যান ম্যাথুজ।
ব্যক্তিগত ১১৯ রানে ফের জীবন ফিরে পান লংকান ব্যাটার। দ্বিতীয় দিনের চতুর্থ ওভারে পেসার সৈয়দ খালেদ আহমেদের বল তার ব্যাট স্পর্শ করে উইকেট রক্ষক লিটন দাসের হাতে ধরা পড়লেও তার উইটের জন্য আবেদন করেনি স্বাগতিক দলের কেউ। তারা মনে করেছির বলটি ব্যাটে লাগেনি। পরে টিভি রিপ্লেতে দেখা যায় বলটি ম্যাথুজের ব্যাট স্পর্শ করেই উইকেট রক্ষকের হাতে আশ্রয় নিয়েছিল।
ইনিংসে ১৯৯ রানে আউট হওয়া ব্যটারদের  তালিকা: 
মুদাসসর নজর (পাকিস্তান) বনাম ভারত ১৯৮৪
মোহাম্মদ আজহারউদ্দিন (ভারত) বনাম শ্রীলংকা ১৯৮৬
ম্যাথিউ এলিয়ট (অস্ট্রেলিয়া) বনাম ইংল্যান্ড ১৯৯৭
সনৎ জয়সুরিয়া (শ্রীলংকা) বনাম ভারত ১৯৯৭
স্টিভ ওয়াহ (অস্ট্রেলিয়া) বনাম ওয়েস্ট ইন্ডিজ ১৯৯৯
অ্যান্ডি ফ্লাওয়ার (জিম্বাবুয়ে) বনাম দক্ষিণ আফ্রিকা ২০০১
ইউনিস খান (পাকিস্তান) বনাম ভারত ২০০৬
ইয়ান বেল (ইংল্যান্ড) বনাম দক্ষিণ আফ্রিকা ২০০৮
কুমার সাঙ্গাকারা (শ্রীলংকা) বনাম পাকিস্তান ২০১২
স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া) বনাম ওয়েস্ট ইন্ডিজ ২০১৫
কেএল রাহুল (ভারত) বনাম ইংল্যান্ড ২০১৬
ডিন এলগার (দক্ষিণ আফ্রিকা) বনাম বাংলাদেশ ২০১৭
ফাফ ডু প্লেসিস (দক্ষিণ আফ্রিকা) বনাম শ্রীলংকা ২০২০
অ্যাঞ্জেলো ম্যাথুজ (শ্রীলংকা) বনাম বাংলাদেশ ২০২২

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়