বাসস
  ২৮ জানুয়ারি ২০২২, ১৭:৪৭

‘শাস্ত্রীকে সরিয়েছে গাঙ্গুলী’ : লতিফ

করাচি, ২৮ জানুয়ারি, ২০২২ (বাসস) : পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফের মতে  প্রধান কোচের দায়িত্ব থেকে রবি শাস্ত্রীকে সরিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সৌরভ গাঙ্গুলী।
নিজের ইউটিউবে চ্যানেলে লতিফ জানান, কোচিং পদ থেকে শাস্ত্রীকে সরিয়ে দেয়ার পেছনে বড় ভূমিকা ছিলো গাঙ্গুলীর। শাস্ত্রীকে সরানোর প্রক্রিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগ থেকে শুরু হয়েছিলো।  
লতিফ বলেন, ‘অনিল কুম্বলেকে ভুলভাবে কোচের পদ থেকে সরিয়ে দেয়ার সময়ই সবকিছু শুরু হয়েছিলো। শাস্ত্রী সম্ভবত কোনও কোচিং কোর্স করেননি এবং তারপরও সরাসরি কোচ হিসেবে যোগ পেয়েছেন তিনি। কুম্বলের টেস্ট উইকেট ছিল ৬০০র বেশি। তার সঙ্গী ছিলেন গাঙ্গুলী ও রাহুল দ্রাবিড়। এই ত্রয়ী খুব শক্তিশালী।’
লতিফ আরও বলেন, ‘এই ত্রিমুর্তি শক্তিশালী হওয়ায় গাঙ্গুলী শাস্ত্রীকে বলেছিলেন- বস, চলে যাবার সময় হয়েছে। শাস্ত্রী হয়তো কোচ হিসেবে চালিয়ে যাবার কথাই ভেবেছিলেন। কিন্তু এই পুরোটাই টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তৈরি করা হয়েছে।’
ব্যক্তিগত আক্রমণে কারনে বিপদের মুখে ভারতীয় ক্রিকেট। ১৯৯০ দশকে পাকিস্তান ক্রিকেটে যা হয়েছিলো, এখন একই অবস্থা ভারতের। লতিফ বলেন, ‘ব্যক্তিগত আক্রমণের  প্রভাব পড়েছে ভারতীয় ক্রিকেটে। ১৯৯০-এর দশকের শুরুর দিকে পাকিস্তানের ক্রিকেটে যা হয়েছিলো, আজ ভারতীয় ক্রিকেটে তেমনই ঘটছে।’ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়