বাসস
  ২৮ জানুয়ারি ২০২২, ১৬:২৪

সিরিজে চোখ ওয়েস্ট ইন্ডিজের, সমতা ইংল্যান্ডের

বার্বাডোজ, ২৮ জানুয়ারি, ২০২২ (বাসস) : প্রথম তিন টি-টোয়েন্টি ম্যাচ শেষে ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে এগিয়ে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। চতুর্থ ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করতে চায় ওয়েস্ট ইন্ডিজ। আর ইংল্যান্ডের লক্ষ্য সিরিজে সমতা আনা । সিরিজে টিকে থাকতে চতুর্থ ম্যাচে জিততেই হবে ইংলিশদের।  অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজের চোখ সিরিজে, পক্ষান্তরে ইংল্যান্ডের সমতায়।
আগামী ৩০ জানুয়ারি বাংলাদেশ সময় রাত ২টায় বার্বাডোজে সিরিজের চতুর্থ ম্যাচে লড়বে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। 
বড় জয় দিয়ে সিরিজ শুরু করেছিলো ওয়েস্ট ইন্ডিজ। বোলারদের নৈপুন্যে প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ৯ উইকেটে হারায় ক্যারিবীয়রা। বল হাতে ইংল্যান্ডকে ধ্বসিয়ে দেন  ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ও পেসার জেসন হোল্ডার। ৩ দশমিক ৪ ওভার বল করে সংক্ষিপ্ত ভার্সনে নিজের ক্যারিয়ার সেরা  ৭ রানে ৪ উইকেট নেন হোল্ডার। 
দ্বিতীয় ম্যাচে মাত্র ১ রানে জিতে সিরিজে সমতা আনতে পারে ইংল্যান্ড। ইংল্যান্ডের ১৭১ রানের জবাবে ৯৮ রানে অস্টম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। নবম উইকেটে ২৯ বলে অবিচ্ছিন্ন ৭২ রানের জুটি গড়ে দলকে জয়ের কাছে নিয়ে গিয়েছিলেন রোমারিও শেফহার্ড ও আকিল হোসেন। শেষ ওভারে জিততে ৩০ রানের প্রয়োজনে ৩টি ছক্কা ও ২টি চারের সহায়তায় ২৮ রান তুলতে পারেন আকিল। ফলে ১৭০ রান তুলে ম্যাচ হারে ওয়েস্ট ইন্ডিজ। 
তৃতীয় ম্যাচে ব্যাটারদের দৃঢ়তায় ২০ রানের জয়ে সিরিজে লিড নেয় ওয়েস্ট ইন্ডিজ। রোভম্যান পাওয়েলের সেঞ্চুরি ও নিকোলাস পুরানের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে ৫ উইকেটে ২২৪ রানের বড় সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। রোভম্যান ৫৩ বলে ১০৭ ও পুরান ৪৩ বলে ৭০ রান করেন। ২২৫ রানের টার্গেটে ৯ উইকেটে ২০৪ রান করে ম্যাচ হারে ইংল্যান্ড।  
উরুর ইনজুরির কারনে তৃতীয় ম্যাচে খেলতে পারেননি ইংল্যান্ডের নিয়মিত অধিনায়ক ইয়োইন মরগান। এবার পুরো সিরিজ থেকেই ছিটকে গেলেন তিনি। তাই তৃতীয় ম্যাচের মত সিরিজের বাকী অংশে দলকে নেতৃত্ব দিবেন মঈন আলি।
তবে সিরিজের বাকী দুই ম্যাচে ভালো খেলতে চান মঈন। সিরিজে সমতা আনতে চতুর্থ ম্যাচে জয় ছাড়া অন্য কিছুই ভাবছেন না তিনি, ‘সিরিজে টিকে থাকতে হলে চতুর্থ ম্যাচে আমাদের জিততেই হবে। তাই জয় ছাড়া অন্য কিছুই ভাবছি না আমরা। ব্যাটাররা বড় স্কোর করতে পারলে এবং বোলাররা উইকেট নিতে পারলে জয় অসম্ভব না।’
অন্য দিকে সিরিজ জয়ের কাজটা চতুর্থ ম্যাচেই সাড়তে চান ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার পুরান। তিনি বলেন, ‘সিরিজ জয়ের ভালো সুযোগ আমাদের সামনে। চতুর্থ ম্যাচেই সিরিজ নিশ্চিত করতে চাই। এজন্য আগের ম্যাচের মত আক্রমানত্মক ক্রিকেট খেলতে হবে আমাদের।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ২২ ম্যাচের মধ্যে ৯টিতে জিতেছে ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের জয় ১৩টিতে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়