বাসস
  ২৭ নভেম্বর ২০২১, ১৫:১৭

বাংলাদেশের ৩৩০ রানের জবাব দিচ্ছে পাকিস্তান

চট্টগ্রাম, ২৭ নভেম্বর ২০২১ (বাসস) : লিটন দাসের ১১৪ ও মুশফিকুর রহিমের ৯১ রানের কল্যাণে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৩৩০ রানে অলআউট হয় বাংলাদেশ। 
এরপর নিজেদের ইনিংস শুরু করে দ্বিতীয় দিনের চা-বিরতি পর্যন্ত বিনা উইকেটে ৭৯ রান তুলেছে পাকিস্তান। এখনও ২৫১ রানে পিছিয়ে পাকিস্তান। দুই ওপেনার আবিদ আলি ৫২ ও আব্দুল্লাহ শফিক ২৭ রানে অপরাজিত থেকে বিরতিতে যান। 
এর আগে প্রথম দিন শেষে ৮৫ ওভারে ৪ উইকেটে ২৫৩ রান করেছিলো বাংলাদেশ। লিটন দাস ১১৩ ও মুশফিক ৮২ রানে অপরাজিত ছিলেন। 
দ্বিতীয় দিন দ্বিতীয় ওভারেই আউট হন লিটন। ২৩৩ বলে ১১টি চার ও ১টি ছক্কায় ১১৪ রান করেন তিনি। অভিষেক টেস্ট খেলতে নামা ইয়াসির আলি ৪ রানের বেশি করতে পারেননি।
সেঞ্চুরির পথে থাকলেও, শেষ পর্যন্ত ৯১ রানে আউট হন মুশফিক। ২২৫ বলে ১১টি চারে নিজের ইনিংস সাজান মুশি। 
বাংলাদেশের লোয়ার-অর্ডারে তাইজুল ইসলাম ১১, আবু জায়েদ ৮ ও শেষ ব্যাটার এবাদত হোসেন শূন্য রানে আউট হন। তবে ৬৮ বলে ৬টি চারে অপরাজিত ৩৮ রান করেন মেহেদি হাসান মিরাজ। 
পাকিস্তানের পেসার হাসান আলি ৫১ রানে ৫ উইকেট নেন। শাহিন শাহ আফ্রিদি ও ফাহিম আশরাফ ২টি করে উইকেট শিকার করেন।  


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়