বাসস
  ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৯:৫১
আপডেট  : ২৮ সেপ্টেম্বর ২০২১, ২২:১৩

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ৩ অক্টোবর দেশ ছাড়বে বাংলাদেশ দল

ঢাকা, ২৮ সেপ্টেম্বর ২০২১ (বাসস) : ওমান এবং সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে  আগামী ৩ অক্টোবর দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। 
প্রথমে ওমানের উদ্দেশে রওনা হবে  টাইগাররা। সেখানে  একটি অনুশীলন ক্যাম্প করবে  বাংলাদেশ দল।  এরপর  ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আয়োজিত বিশ্বকাপের জন্য দু’টি অনুশীলন ম্যাচ খেলতে  দুবাই যাবে  মাহমুদুল্লাহ  রিয়াদরা।
প্রস্তুতি ম্যাচ শেষে আবারো ওমানে ফিরবে বাংলাদেশ। সেখানে বাছাই পর্বের তিনটি ম্যাচ খেলবে টাইগাররা। বাছাই পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড, যৌথ আয়োজক  ওমান ও পাপুয়া নিউগিনি। 
১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। বাছাই পর্ব পেরোতে সক্ষম হলে  মূল পর্ব বা সপিার টুয়েলভ-এ  ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তানের মোকাবেলা  করবে বাংলাদেশ। 
আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃক প্রকাশিত সূচি অনুযায়ী, ১ অক্টোবর স্পন্সর  প্রতিষ্ঠান দারাজের সাথে একটি ভিডিও শুট দিয়ে বিশ্বকাপ যাত্রার প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ। 
এরপর কঠোর হোম কোয়ারেন্টাইনে থাকবে পুরো দল। পরের দিন ওমানের শহর মাস্কাটের ফ্লাইটে রওনা দেয়ার আগে ২ অক্টোবর করোনা পরীক্ষা করা হবে। 
মাস্কাটে পৌঁছার  একদিনের কোয়ারেন্টাইনে থাকবে বাংলাদেশে এবং এরপর  টানা চার দিন অনুশীলন করবে তারা। এরপরে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেবে তারা। সেখানে একদিন কোয়ারেন্টাইনে থাকার পরের দিন অনুশীলন করবে টাইগাররা। ১২ ও ১৪ অক্টোবর দু’টি অনুশীলন ম্যাচ খেলবে বাংলাদেশ। 
অনুশীলন ম্যাচ শেষে আবারো মাস্কাটের উদ্দেশ্যে রওনা দিবে বাংলাদেশ। সেখানে প্রথম রাউন্ডের ম্যাচ খেলবে টাইগাররা। ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে বাছাই পর্বে প্রথম ম্যাচ বাংলাদেশের। ১৯ ও ২১ অক্টোবর পরের দুই ম্যাচে ওমান ও পাপুয়া নিউগিনির মুখোমুখি হবে টাইগাররা।
বাংলাদেশ দল সহজেই বাছাই পর্ব পেরিয়ে   সুপার-১২তে খেলার যোগ্যতা অর্জন করবে আশা করা হচ্ছে। 
টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ ছয় আসরের মাত্র একটি ম্যাচে জিতেছিলো বাংলাদেশ। মোহাম্মদ আশরাফুলের বিস্ফোরক ইনিংসের সুবাদে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল তারা। এখন পর্যন্ত এটিই টাইগারদের একমাত্র জয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়