বাসস
  ২৪ সেপ্টেম্বর ২০২১, ১৯:৩৭

পিছিয়ে পড়েও লিড নিলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

ঢাকা, ২৪ সেপ্টেম্বর, ২০২১ (বাসস) : সফরকারী আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে একমাত্র চারদিনের ম্যাচের প্রথম ইনিংসে পিছিয়ে পড়েছিলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়ে লিড পেল বাংলাদেশের যুবারা। 
তৃতীয় দিন শেষে ৬ উইকেট হাতে নিয়ে ৫১ রানে এগিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
প্রথম ইনিংসে ১১৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে দিন শেষে ৪ উইকেটে ১৭০ রান করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশ ১৬২ ও আফগানিস্তান ২৮১ রান করে। 
দ্বিতীয় দিন শেষে ২ উইকেট হাতে নিয়ে ৬৪ রানে এগিয়ে ছিলো আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। 
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিনই অলআউট হয় বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশের ১৬২ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ৮ উইকেটে ২২৬ রান তুলেছিলো আফগানিস্তান। সেঞ্চুরি তুলে ১০১ রানে আহত অবসর নেন বিলাল সায়েদি। তৃতীয় দিন পুনরায় ব্যাট হাতে নেমে শেষ পর্যন্ত ১১৪ রানে আউট হন তিনি। বাংলাদেশের আশরাফুল ইসলাম ৭০ রানে ৩টি উইকেট নেন। 
আফগানিস্তানের ইনিংস শেষে ম্যাচে দ্বিতীয়বারের মত ব্যাট হাতে নামে বাংলাদেশ। প্রান্তিক নওরোজ নাবিল সর্বোচ্চ ৭৬ রান করেছেন। এছাড়া অধিনায়ক আইচ মোল্লা ৪০ রানে অপরাজিত আছেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়