বাসস
  ০৪ সেপ্টেম্বর ২০২২, ১৭:৪৭

আত্মপ্রকাশ করলো স্পিক আপ-বশেমুরবিপ্রবি 

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ৪ সেপ্টেম্বর, ২০২২ (বাসস): গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) আত্মপ্রকাশ করলো পাবলিক স্পিকিং এবং দক্ষতা উন্নয়ন বিষয়ক সংগঠন, স্পিক আপ-বশেমুরবিপ্রবি।
দক্ষ বক্তা তৈরি এবং কার্যকরী পাবলিক স্পিকিং চর্চার জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. শরাফত আলী স্পিক-আপ বশেমুরবিপ্রবি অনুমোদন দিয়েছেন। 
স্পিক-আপ বশেমুরবিপ্রবি’র নির্বাহী কমিটির সভাপতি পদে নিযুক্ত হয়েছেন একাউন্টিং এ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ফাইনাল ইয়ারের ছাত্র নাঈম আশরাফী তুহিন এবং সম্পাদকের দায়িত্ব পালন করছেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ফাইনাল ইয়ারের ছাত্র জান্নাতুল বাকি রেমো।
তুহিন বলেন, বর্তমান সময়ে কথা বলতে পারা এবং মানুষকে কথা দিয়ে প্রভাবিত করতে পারা খুবই গুরুত্বপূর্ণ একটা স্কিল। চাকরিসহ সব ক্ষেত্রে এর গুরুত্ব উপলব্ধি করা যায়। আমরা আমাদের সংগঠনটি নিয়ে কাজ করছি- যেন শিক্ষার্থীদের দক্ষ বক্তা এবং বক্তৃতার মাধ্যমে তাদের মানসিকতায় ইতিবাচক পরিবর্তন আনতে পারি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়