বাসস
  ২৫ অক্টোবর ২০২১, ১৮:৩৪

ভোলায় ১০ টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ

ভোলা, ২৫ অক্টোবর, ২০২১ (বাসস) : জেলার সদর উপজেলায় আজ কৃষকদের মধ্যে ৭০ ভাগ ভূর্তকিতে ১০টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে।উপজেলা কৃষি অফিসের আয়োজনে ২০২১-২২ অর্থ বছরে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় এসব যন্ত্র বিতরণ করা হয়। 
কৃষি অফিস চত্ত্বরে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন। বক্তব্য দেন, উপজেলা কৃষি অফিসার মো. রিয়াজউদ্দিন, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বশির আহমেদ, কৃষক শফিক মিঝি।
উপজেলা কৃষি অফিসার জানান, ধান কাটতে শ্রমিক সংকট দূর করা ও কৃষি যান্ত্রিকীকরণের লক্ষ্যে সরকার এই উদ্যেগ গ্রহণ করেছে। শ্রমিক দিয়ে একর প্রতি জমিতে কৃষকদের যেখানে খরচ হয় ১৩ থেকে ১৪ হাজার টাকা। সেখানে এই মেশিনের মাধ্যমে ব্যয় হবে মাত্র ৪ হাজার টাকা। ১০ জন শ্রমিক একদিনে যে পরিমাণ ধান কাটতে পারবে, তা এক ঘন্টায় কাটবে কম্বাইন্ড হারভেস্টার।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়