বাসস
  ১৩ সেপ্টেম্বর ২০২১, ২০:১৬

বগুড়ায় ‘স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপন’ শীর্ষক প্রকল্পের মতবিনিময় সভা

বগুড়া, ১৩ সেপ্টেম্বর ২০২১(বাসস) : জেলায় আজ ‘নর্দান ইলেকট্রিসিটি কোম্পানী লিমিটেড-এর আওতাধীন এলাকায় পাঁচলাখ স্মার্ট প্রিপেমেন্ট মিটার স্থাপন’ শীর্ষক প্রকল্পের আওতায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপন বিষয়ে এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বেলা ১২ টায় জেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
‘নর্দান ইলেকট্রিসিটি কোম্পানী লিমিটেড’ (নেসকো)-এর রাজশাহী জোনের প্রধান প্রকৌশলী আব্দুল রশিদ এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ।
সভায় বগুড়ার জেলা প্রশাসক মো. জিয়াউল হক, বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় জানানো হয়, বগুড়া, সিরাজগঞ্জ, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নীফামারী জেলায় পাঁচলাখ স্মার্ট প্রিপেমেন্ট মিটার স্থাপনের কাজ আগামী দুইসপ্তাহের মধ্যে শুরু হবে এবং ২০২২ সাল নাগাদ একাজ সম্পন্ন হবে। এর মধ্যে বগুড়ায় একলাখ ৪৫ হাজার মিটার স্থাপন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়