বাসস
  ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১২:২৭

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ বিমান মহড়া

সিউল, ২ ফেব্রুয়ারি, ২০২৩(বাসস ডেস্ক): যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া যৌথ বিমান মহড়া চালিয়েছে। দক্ষিণ কোরিয়া বৃহষ্পতিবার এ কথা জানিয়েছে। 
উত্তর কোরিয়া এ মহড়াকে চরমসীমা লংঘন বলে অভিহিত করেছে। 
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ও দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী লী জং সাপ উত্তর কোরিয়াকে মোকাবেলায় দুই মিত্র দেশের নিরাপত্তা সহযোগিতা আরো জোরদারের অঙ্গীকারের পর এ মহড়া চালানো হয়েছে। 
চলতি বছর দু’দেশের এটি প্রথম সামরিক মহড়া।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, বুধবারের এই মহড়া উত্তর কোরিয়ার পরমাণু ও ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবেলায় দৃঢ় ও বিশ্বাসযোগ্য সহযোগিতা প্রদানে যুক্তরাষ্ট্রের ইচ্ছা ও সক্ষমতা দেখানো হয়েছে। 
মহড়ায় আমেরিকার বি-১বি দূর পাল্লার বোমারু বিমান, স্টিলথ যুদ্ধবিমান, এফ-২২ ও দক্ষিণ কোরিয়ার এফ-৩৫ যুদ্ধবিমান অংশ নিয়েছে। 
উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সতর্ক করে বলেছেন, এই মহড়া চরম সীমা লংঘন করেছে। 
দেশটির সরকারি সংবাদ মাধ্যম ‘কেসিএনএ’ একথা বলেছে। 
এদিকে সম্প্রতি সিউলে ড্রোন অনুপ্রবেশসহ পিয়ংইয়ংয়ের অব্যাহত উস্কানি মোকাবেলায় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এবং দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী চলতি সপ্তাহে যৌথ সামরিক মহড়া আরো সম্প্রসারণ ও জোরদারে সম্মত হয়েছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়