বাসস
  ০১ অক্টোবর ২০২২, ১৪:৫৩
আপডেট  : ০১ অক্টোবর ২০২২, ১৬:৫৭

বিশিষ্ট সাংবাদিক তোয়াব খানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকা, ১ অক্টোবর, ২০২২ (বাসস) : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা একুশে পদকপ্রাপ্ত বর্ষীয়ান সাংবাদিক ও দৈনিক বাংলার সম্পাদক তোয়াব খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। আজ এক শোক বার্তায় তিনি বলেন, ‘আজীবন লড়াকু ও বরেণ্য এই সাংবাদিক তার কাজের মাধ্যমে স্মরণীয় হয়ে থাকবেন।’ 
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাবেক প্রেস সচিব তোয়াব খান মুক্তিযুদ্ধ চলাকালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে শব্দ সৈনিক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ পেশাগত জীবনে তিনি দৈনিক বাংলার সম্পাদক, মুখ্য তথ্য কর্মকর্তা, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)’র মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। তিনি দৈনিক জনকণ্ঠসহ গণমাধ্যমের বিভিন্ন ক্ষেত্রে দেশপ্রেম, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শেখ হাসিনা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
তোয়াব খান আজ দুপুর ১২টা ৪০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮৭ বছর।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়