বাসস
  ০২ জুলাই ২০২২, ১০:৩৮
আপডেট  : ০২ জুলাই ২০২২, ১২:০২

ইউক্রেনের জন্য আরো ক্ষেপণাস্ত্র, গোলাবারুদ দেয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের

ওয়াশিংটন, ২ জুলাই, ২০২২(বাসস ডেস্ক) : পেন্টাগণ শুক্রবার ইউক্রেনকে ৮২ কোটি মার্কিন ডলারের অতিরিক্ত অস্ত্র ও গোলাবারুদ দেয়ার ঘোষণা দিয়েছে।
ইউক্রেন তার পূর্বাঞ্চলীয় ও দক্ষিণাঞ্চলীয় ফ্রন্টে রুশ বাহিনীর সঙ্গে যুদ্ধ করে যাচ্ছে।
এ কারনে যুক্তরাষ্ট্র দেশটির জন্য অস্ত্রের যে ১৪ তম প্যাকেজ ঘোষণা দিয়েছে তাতে রয়েছে দুটি বিমান প্রতিরক্ষা পদ্ধতি, নির্ভুল হিমার্স রকেট লঞ্চারের জন্য গোলাবারুদ, দেড়লাখ রাউন্ড আর্টিলারি গোলাবারুদ এবং চারটি অতিরিক্ত কাউন্টার-আর্টিলারি রাডার।
মার্কিন প্রতিরক্ষা দপ্তরের প্রেস সেক্রেটারি টড ব্রেসিয়াল এক বিবৃতিতে বলেছেন, যুদ্ধের প্রয়োজন মেটাতে ইউক্রেনের সক্ষমতা বাড়ানোর জন্য দেশটিকে অস্ত্র সরবরাহে যুক্তরাষ্ট্র তার মিত্র ও অংশীদারদের সাথে অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে।
রাশিয়া ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি অভিযান চালানোর পর থেকে যুক্তরাষ্ট্র নতুন এ প্যাকেজসহ দেশটিকে মোট ৬শ’ ৯০ কোটি ডলারের অস্ত্র সরবরাহ করেছে।
নতুন এ প্যাকেজ মার্কিন সেনাবাহিনীর নিজস্ব মজুদ থেকে দেয়া হচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়