বাসস
  ৩০ জুন ২০২২, ১১:০৫

‘যদি পুতিন নারী হতেন, তাহলে ইউক্রেন যুদ্ধ হতো না’: জনসন

বার্লিন, ৩০ জুন, ২০২২(বাসস ডেস্ক) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই যুদ্ধ শুরু করতেন না যদি তিনি একজন নারী হতেন।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এ কথা বলেছেন।
তিনি মঙ্গলবার সন্ধ্যায় জার্মান সম্প্রচার কেন্দ্র ‘জেডডিএফ’কে এ কথা উল্লেখ করে জনসন বলেন, যদি পুতিন একজন নারী হতেন,আমি সত্যিই মনে করি না যে তিনি এ ধরনের সহিংস ও পাগলামো যুদ্ধ শুরু করতেন।
ইউক্রেনে পুতিনের হামলাকে তিনি বিষাক্ত পুরুষত্বের একটি নিখুঁত উদাহরণ হিসেবে উল্লেখ করে বিশ্বজুড়ে মেয়েদের আরো ভালো শিক্ষা প্রদান এবং আরো নারীদের ক্ষমতাপূর্ণ পদে বসানোর আহ্বান জানান।
এদিকে পুতিন তুর্কিমেনিস্তানের রাজধানী আশগাবাতে এক বক্তব্যে জনসনের মন্তব্যকে ভুল বলে উড়িয়ে দিয়েছেন।
তিনি বলেন, আমি আধুনিক ইতিহাসের ঘটনাগুলোর দিকে ইঙ্গিত করতে চাই যখন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার ফকল্যান্ড দ্বীপপুঞ্জের নিয়ন্ত্রণের জন্যে আর্জেন্টিনার বিরুদ্ধে ১৯৮২ সালে আক্রমণ চালানোর সিদ্ধান্ত নিয়েছিলেন।
রুশ নেতা বলেন, সেখানে একজন নারী যুদ্ধ শুরুর সিদ্ধান্ত নিয়েছিলেন যা ব্রিটিশ বিজয়ের মধ্যদিয়ে ওই বছর শেষ হয়েছিল।
এদিকে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ জনসনের মন্তব্যের প্রতিক্রিয়ায় দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘রিয়া নভোস্তি’কে বলেছেন, মনস্তাত্ত্বিক সিগমুন্ড ফ্রয়েড গবেষণার জন্যে তার জীবদ্দশায় এ ধরনের বিষয় পেলে খুশি হতেন।
সাক্ষাতকারে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্বীকার করেন, অবশ্যই জনগণ যুদ্ধের অবসান চায়। কিন্তু এ মুহুর্তে যুদ্ধ বন্ধের কোন চুক্তি নেই। শান্তির কোন প্রস্তাব পুতিন দেয়নি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়