বাসস
  ১৫ জুন ২০২২, ০৯:৪২

কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ কৃষক তিতাসের আব্দুল সাত্তার

কুমিল্লা (দক্ষিণ), ১৫ জুন, ২০২২ (বাসস) :  তিতাসের প্রান্তিক কৃষক আব্দুল সাত্তার তেল ফসল উৎপাদনকারী হিসেবে জেলা পর্যায়ে প্রথম হয়েছেন। 
কুমিল্লা কৃষি সম্প্রসারণ পক্ষ থেকে বিনার হল রুমে সম্প্রতি তার হাতে শ্রেষ্ঠত্বের পুরস্কার হিসেবে ক্রেস্ট, সনদ ও উপহারসামগ্রী তুলে দেয়া হয়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, প্রান্তিক কৃষক হিসেবে পরিচিত আব্দুল সাত্তার প্রতিবছর বিভিন্ন প্রজাতির ফসল উৎপাদন করেন। এ মৌসুমে তিনি তেল ফসল সরিষা, তিল ও সূর্যমুখী উৎপাদন করেছেন। এই ফলশ্রুতিতে তিনি জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেন। 
কুমিল্লা কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) কৃষিবিদ মিজানুর রহমান বাসসকে বলেন, প্রান্তিক কৃষক আব্দুল সাত্তার তেল ফসল সরিষা, তিল ও সূর্যমুখী উৎপাদন করে তিনি জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়