BSS-BNhrch_cat_news-24-5
বাসস
  ২১ অক্টোবর ২০২১, ১৩:২৫

চীনের উত্তরাঞ্চলীয় নগরীতে গ্যাস বিষ্ফোরণ

বেইজিং, ২১ অক্টোবর, ২০২১(বাসস ডেস্ক): চীনের অন্যতম প্রধান নগরীতে বৃহস্পতিবার একটি রেস্তোরায় গ্যাস বিষ্ফোরণের ফলে ধ্বংসাবশেষ ব্যস্ত রাস্তায় ছিটকে পড়ে, এতে অন্তত এক জনের মৃত্যু এবং অনেক লোক আহত হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে এ খবর জানানো হয়।
সামাজিক মাধ্যমের দুর্ঘটনার একটি ভিডিও ফুটেজ রাষ্ট্রীয় মালিকানাধীন পিপলস ডেইলি প্রকাশ করেছে, এতে দেখা যায় , উত্তর চীনের লিয়াওনিং প্রদেশের রাজধানী শেনিয়াংয়ের বিভিন্ন ভবনের জানালা ছিটকে রাস্তায় পড়ে আছে এবং রাস্তাজুড়ে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়েছে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, বৃহস্পতিবার ভোরে আবাসিক এলাকার রাস্তায় এ দুর্ঘটনা ঘটে, এখানে ব্যবসায়িক অফিস ও দোকানপাট রয়েছে।
উদ্ধারকারীরা এক জনকে মৃত এবং ৩৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করেছে। দুর্ঘটনার তদন্ত চলছে, অব্যাহত রয়েছে উদ্ধার কাজ।
তদন্তকারীরা প্রাথমিকভাবে জানায়, একটি বাণিজ্যিক ও একটি আবাসিক ভবনের মাঝে এই বিষ্ফোরণ ঘটে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বেটা ভার্সন