শিরোনাম
ঢাকা, ৮ সেপ্টেম্বর, ২০২৪ (বাসস) : বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সাম্প্রতিক মন্তব্যে বিস্ময় প্রকাশ করে বলেছেন, তিনি দুই প্রতিবেশী দেশের মধ্যে সংঘাতের হুমকি দেখতে পাচ্ছেন না।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে সিং সম্পর্কে তার মন্তব্য জানতে চাওয়া হলে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি উদ্বিগ্ন হওয়ার চেয়ে বেশি বিস্মিত। আমি বুঝতে পারছি না, কেন তিনি (সিং) এমন মন্তব্য করেছেন... আমি এর পিছনে কোন কারণ খুঁজে পাচ্ছি না।’
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও ইসরায়েল-হামাস সংঘাতের মতো বৈশ্বিক বিষয়গুলো উল্লেখ করে রাজনাথ সম্প্রতি ভারতের সশস্ত্র বাহিনীকে বাংলাদেশের পরিস্থিতির প্রেক্ষাপটে বাংলাদেশের সাথে ভারতের সম্ভাব্য সংঘাতের জন্য প্রস্তুত থাকতে বলেন।
তিনি গত বৃহস্পতিবার উত্তর প্রদেশের লক্ষ্ণৌতে ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রথম যৌথ কমান্ডার সম্মেলনের সময় মন্তব্যটি করেন। এ সময় তিনি ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সেই বৈশ্বিক ঘটনাগুলো বিশ্লেষণ করার পরামর্শ দেন।
তিনি বলেন, ‘তার বক্তব্য নিজ দেশের জনগণের জন্য ছিল কি না, তা আমাদের বিবেচনা করা দরকার। কোনোভাবেই আমি বিশ্বাস করি না যে, বাংলাদেশ ও ভারতের মধ্যে যুদ্ধের আশঙ্কা আছে।’
রাজনাথের বক্তব্য বাংলাদেশের জন্য হুমকি কিনা জানতে চাইলে হোসেন এ ব্যাপারে অনুমান করা থেকে বিরত থাকেন।
তিনি বলেন, ‘তবে কী ঘটছে ও কেন ঘটছে, তা বোঝার জন্য আমরা অবশ্যই পরিস্থিতি পর্যবেক্ষণ করব।’
রাজনাথের মন্তব্য সম্পর্কে তৌহিদ বলেন, ‘তিনি (রাজনাথ) তার নিজের দেশের কনজাম্পশনের জন্য বলেছেন কি না, সেটা আমাদের বুঝতে হবে। আর তিনি যেভাবে বলেছেন, তা অনেকটা বিটিং অ্যারাউন্ড দ্য বুশের (কথা এড়ানো) মতো। ইউক্রেনের যুদ্ধের ব্যাপারে ভারতের সামরিক প্রস্তুতির কোনো কারণ দেখছি না। হামাসের ব্যাপারেও এটি অসংলগ্ন বলে মনে হচ্ছে। আমি বুঝতে পারছি না যে, এই বিষয়গুলোকে বাংলাদেশের সাথে কিভাবে তুলনা করা হয়।’
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক আশ্রয় প্রসঙ্গে হোসেন বলেন, যে কোনো দেশেরই রাজনৈতিক আশ্রয় দেওয়ার অধিকার রয়েছে।
তিনি বলেন, সে রকম পরিস্থিতি সৃষ্টি হলে আমরা পর্যবেক্ষণ করব।