বাসস
  ১৫ আগস্ট ২০২৪, ১৫:৪৬
আপডেট  : ১৫ আগস্ট ২০২৪, ১৯:৫৪

বাংলাদেশের নৃশংসতা তদন্তে জাতিসংঘের দল আগামী সপ্তাহে আসছে

ঢাকা, ১৫ আগস্ট, ২০২৪ (বাসস): জাতিসংঘ (ইউএন) জুলাই মাসে এবং এই সপ্তাহের শুরুতে ছাত্র বিপ্লবের সময় বাংলাদেশে সংঘটিত নৃশংসতার তদন্তের জন্য আগামী সপ্তাহে এখানে একটি ফ্যাক্ট ফাইন্ডিং দল পাঠাচ্ছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং -এর একটি বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। 
জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বুধবার দিনের শেষে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে পদক্ষেপের কথা জানান। 
জাতিসংঘের একজন কর্মকর্তার মতে, ১৯৭১ সালে স্বাধীনতা লাভের পর ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের তদন্তে এই প্রথম জাতিসংঘ বাংলাদেশে একটি ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠাচ্ছে।