বাসস
  ১২ আগস্ট ২০২৪, ২২:৫১
আপডেট  : ১২ আগস্ট ২০২৪, ২৩:১৩

আপিল বিভাগে চার বিচারপতি নিয়োগ

ঢাকা, ১২ আগস্ট ২০২৪ (বাসস) : সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চারজন বিচারপতি নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।
নিয়োগপ্রাপ্তগণ হলেন, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ  জিয়াউল করিম, বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি এস, এম, এমদাদুল হক।
রাষ্ট্রপতির আদেশক্রমে তাদেরকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। আইন ও বিচার বিভাগের সচিব মোঃ গোলাম সারওয়ার স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি সংবিধানের অনুচ্ছেদ ৯৫(১) এর ক্ষমতাবলে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের চারজন বিচারককে তাদের শপথ গ্রহণের তারিখ থেকে  আপিল বিভাগের বিচারক নিয়োগ দিয়েছেন।