বাসস
  ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:২৭

হবিগঞ্জের চুনারুঘাটে উপকারভোগিদের মধ্যে বন বিভাগের চেক বিতরণ

হবিগঞ্জ, ৭ ফেব্রুয়ারি ২০২৩ (বাসস) : জেলার চুনারুঘাট উপজেলায় আজ বন অধিদপ্তর কর্তৃক ‘টেকসই বন ও জীবিকা (সুফল)’ প্রকল্পের আওতায় ১৯ জন উপকারভোগিকে মোট চারলাখ ২০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে রাণীগাঁও ইউনিয়নের পারকুল বাজারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে এসব চেক বিতরণ করেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর।
আইয়ুব আলীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাণীগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন, কালেঙ্গা রেঞ্জ কর্মকর্তা মো. খলিলুর রহমান, রানীগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আইয়ুব আলী প্রমুখ। 
অনুষ্ঠানে বন অধিদপ্তর কর্তৃক ‘টেকসই বন ও জীবিকা (সুফল)’ প্রকল্পের আওতায় ১৯জন উপকারভোগীর মাঝে ৪ লক্ষ ২০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে। একই সময়ে কমিউনিটি উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়। 
এছাড়াও, অনুষ্ঠানে উপজেলার পারকুল বাজারে সেনেটারি টয়লেট নির্মাণ এবং পারকুল বাজার থেকে আইয়ুব আলী মেম্বারের বাড়ি পর্যন্ত সড়কসহ ৩টি সড়কের মাটি ভরাট ও উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়