বাসস
  ২৯ জানুয়ারি ২০২৩, ১৬:৪৯

শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করার আহ্বান এনামুল হক শামীমের

শরীয়তপুর, ২৯ জানুয়ারি, ২০২৩ (বাসস): পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করার আহ্বান জানিয়েছেন। 
তিনি বলেন, বারবারই প্রমাণিত হয়েছে শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। এজন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
আজ রবিবার শরীয়তপুরের ভেদরগঞ্জে ৪টি অবকাঠামোর আনুষ্ঠানিক উদ্বোধন পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
উপমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে আজ বিশ্বের কাছে একটি রোল মডেল হিসেবে উপস্থাপন করেছেন। এখন দরকার সুশাসন প্রতিষ্ঠা করা। সরকারের সকল সেবার মান বৃদ্ধি করে জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দেয়া। 
শরীয়তপুরের শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ ও যোগাযোগসহ অবকাঠামোগত সকল উন্নয়নে  প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানে এখন আর শরীয়তপুরে নদীভাঙন নেই। শরীয়তপুরে চার লেনের কাজও এগিয়ে চলছে, রেল লাইন হচ্ছে। শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন হয়েছে। মেঘনা সেতুও করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই আগামী নির্বাচনেও শেখ হাসিনা সরকার পঞ্চমবারের মতো ক্ষমতায় আসবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
ভেদরগঞ্জ উপজেলা পরিষদ মাঠে উপজেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, শরীয়তপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অনল কুমার দে, অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. রবীআহ নূর আহম্মেদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শাহজাহান ফরাজী, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নান, ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজি আবদুল মান্নান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন।
উদ্বোধনকৃত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ভেদরগঞ্জ উপজেলা সম্প্র্রসারিত উপজেলা পরিষদের ৪র্থ তলা ভবন, উপজেলা অডিটোরিয়াম ও গণপূর্ত অধিদপ্তরের অর্থে বাস্তবায়িত উপজেলা কৃষি অফিসারের কার্যালয় কাম প্রশিক্ষণ কেন্দ্র, উপজলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপজেলা কার্যালয়। প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে অবকাঠামো সমূহ নির্মিত হয়েছে।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়