বাসস
  ২২ জানুয়ারি ২০২৩, ১৩:৫৪

লক্ষ্মীপুরে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন

লক্ষ্মীপুর, ২২ জানুুয়ারি, ২০২৩ (বাসস) : জেলায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে সকালে লক্ষ্মীপুর সরকারি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের কৃমি ওষুধ খাইয়ে সপ্তাহের কৃমি উদ্বোধন করেন। সিভিল সার্জন ডা. আহাম্মদ কবীর।
 পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহীন আহমেদ, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন মজুমদার, পৌর নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন, স্যানেটারী ইসপেক্টর আবদল্লা হিল হাকিম সুমন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত মো: সেলিম প্রমুখ।
লক্ষ্মীপুর পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর আবদুল্ল­া হিল হাকিম জানান, পৌরসভার ১৫ টি ওয়ার্ডে  প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ২২ তারিখ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত  (৫-১৬) বছরের সকল শিশুকে একটি করে কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানো হবে। তিনি এ ব্যাপারে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ সকলের সহযোগিতা কামনা করেন।
অপর দিকে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায়, সদর উপজেলার ২১ টি ইউনিয়নে ৮২০ টি প্রাথমিক বিদ্যালয়ে ১ লাখ ২৯ হাজার এবং ১৫২ টি মাধ্যমিক বিদ্যালয়ের ৭৩ হাজার শিশুকে কৃষি নাশক ওষুধ খাওয়ানো হবে।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়