বাসস
  ০৬ ডিসেম্বর ২০২২, ১৫:৪৯

যশোর মুক্তদিবস পালিত

যশোর,৬ ডিসেম্বর ২০২২ (বাসস) : জেলায় আজ নানা কর্মসূচির মধ্যদিয়ে যশোর মুক্ত দিবস পালিত হয়েছে। 
দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ৯ টায় শহরের টাউন হল ময়দানের রওশন আলী মঞ্চে জাতীয় সঙ্গীত পরিবেশনের পর র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। 
সেখানে বেলুন, ফেস্টুন ও কবুতর উড়িয়ে দেয়া হয়। এসময় বাদ্যের তালে তালে আর ‘জয় বাংলা’ শ্লোগানে গোটা এলাকা মুখরিত হয়ে ওঠে। 
যশোর মুক্ত দিবসের এসব কর্মসূচিতে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সাইফুজ্জামান পিকুল, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গনি খাঁন পলাশ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এইএচএম মুযহারুল ইসলাম মন্টু, সাবেক ডেপুটি কমান্ডার আফজাল হোসেন দোদুল, যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একরাম উদ দৌলাহ্, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাহামুদ হাসান বুলু, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুকুমার দাস, জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক  হুসাইন শওকত, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন, যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সাবেক সভাপতি সাজেদ রহমান ও সাজ্জাদ গনি খাঁন রিমন প্রমুখ উপস্থিত ছিলেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়