বাসস
  ২৮ নভেম্বর ২০২২, ১৭:৪৫

মানবতাবিরোধী অপরাধ মামলায় চট্রগ্রামের শওকাতুলের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন 

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২২ (বাসস) : মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় চট্টগ্রামের ফটিকছড়ির সৈয়দ শওকাতুল ইসলাম ওরফে পাতলা ডাক্তারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
আজ রাজধানীর ধানমন্ডিতে তদন্ত সংস্থার প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সংস্থার প্রধান সমন্বয়ক এম সানাউল হক। এটি তদন্ত সংস্থার ৮৬তম প্রতিবেদন।
এ আসামির বিরুদ্ধে ২০১৯ সালের ৬ মার্চ তদন্ত শুরু হয়। এরপর তিন বছর ৮ মাস ২০ দিন অনুসন্ধান শেষে ২০২২ সালের ২৬ নভেম্বর প্রতিবেদন প্রস্তুত করার পর প্রসিকিউশনের কাছে তা দাখিল করা হয়। আজ সে তদন্ত প্রতিবেদণ প্রকাশ করা হলো।
আসামির বিরুদ্ধে ১০ হত্যাকা-সহ তিনটি অভিযোগ আনা হয়েছে। এরমধ্যে  ধর্ষণ, দেড় শতাধিক লোককে আটক-নির্যাতন এবং দুই শতাধিক বাড়ি ঘরে লুটপাট ও অগ্নিসংযোগ করার অভিযোগ আনা হয়। এই মামলায় আসামি ছিলেন দুজন। এরমধ্যে একজন মারা গেছেন। তার নাম সৈয়দ ওমর ফারুক ওরফে সৈয়দ মোঃ ফারুক হায়াৎ। তিনি ২০২১ সালের ৮ মার্চ মারা গেছেন। এ  মামলার একমাত্র একজন কারাগারে।
অপরাধ সংঘটনের স্থান হলো জেলার ফটিকছড়ি থানার বিভিন্ন এলাকায়।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়