বাসস
  ০৯ আগস্ট ২০২১, ১০:৫৪

জয়পুরহাটে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী উপলক্ষে পিভিসি বোর্ড স্থাপন

জয়পুরহাট, ৯ আগস্ট, ২০২১ (বাসস) : স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে জেলা তথ্য অফিসের উদ্যোগে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত পিভিসি বোর্ড স্থাপন করা হয়েছে।
জেলা তথ্য অফিস সূত্র জানায়, শোকের মাস আগস্ট। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষে  শহরের গুরুত্বপপূর্র্ণ স্থান গুলোতে  গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নির্দেশনায় বঙ্গবন্ধুর ছবি সম্বলিত পিভিসি বোর্ড স্থাপন করা হয়েছে। স্থান গুলোর মধ্যে রয়েছে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, নতুনহাট মোড়, সাহেব পাড়া মোড়সহ জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থান গুলোতে জাতির পিতা বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ওই পিভিসি বোর্ড স্থাপন করা হয়েছে।
জেলা তথ্য অফিসার রুপ কুমার বর্মণ জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে  জেলা তথ্য অফিসের প্রচারণা কার্যক্রমের অংশ হিসেবে  জেলা শহর ও উপজেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ওই পিভিসি বোর্ড স্থাপন করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়