বাসস
  ০১ অক্টোবর ২০২২, ১৩:৫৫

শরীয়তপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

শরীয়তপুর, ১ অক্টোবর, ২০২২ (বাসস) : “পরিবর্তিত বিশে^ প্রবীণ ব্যক্তির সহনশীলতা” প্রতিপাদ্যে শরীয়তপুর জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও শরীয়তপুর জেলা প্রবীণ হিতৈষী সংঘের যৌথ আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ সকাল সাড়ে ১০টায় শরীয়তপুর জেলা শহীদ মিনার চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক বিশ^জিৎ বৈদ্যের সভাপতিত্বে আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: পারভেজ হাসান। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন আব্দুল হাদী মোহাম্মদ শাহ্পরান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তালুত, জেলা প্রবীণ হিতৈষী সংঘের সহসভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মাসুক আলী দেওয়ান প্রমুখ।
বক্তারা প্রবীণদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামীর বঙ্গবন্ধু’র স্বপ্নের উন্নত ও সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণের  আহবান জানান। প্রবীণরা আমাদের ভুলগুলো সুধরে দিতে কার্যকর পরামর্শ প্রদান করতে পারেন। যা আমাদের দেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়