BSS-BNhrch_cat_news-24-5
বাসস
  ২৬ সেপ্টেম্বর ২০২২, ২০:৩২

সিলেট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নাসির উদ্দিন খাঁন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

সিলেট, ২৬ সেপ্টেম্বর, ২০২২ (বাসস) : আসন্ন সিলেট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এডভোকেট নাসির উদ্দিন খাঁন নির্বাচিত হয়েছেন।
আজ মঙ্গলবার দুপুরে আসন্ন জেলা পরিষদ নির্বাচনের প্রতীক বরাদ্দকালে তাকে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত ঘোষণা করেন রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মজিবর রহমান।  নির্বাচনে চেয়ারম্যান পদে  মনোনয়ন কিনে ছিলেন মোট ২ জন। এদের মধ্যে নাসির উদ্দিন খাঁন জমা দিলেও শেষ পর্যন্ত জমা দেননি শিক্ষাবিদ অধ্যক্ষ ড. এনামুল হক সর্দার। যার ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হলেন বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও  সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খাঁন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়