BSS-BNhrch_cat_news-24-5
বাসস
  ২৪ সেপ্টেম্বর ২০২২, ১১:০৬

কুমিল্লা শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান জামাল নাসের

কুমিল্লা (দক্ষিণ), ২৪ সেপ্টেম্বর, ২০২২ (বাসস) : কুমিল্লার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক জামাল নাসের। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্র জানায়, জামাল নাসের ২০১৫ সালে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরিচালক হিসাব নিরীক্ষা পদে যোগ দেন। পরে কলেজ পরিদর্শক পদে তিন বছর দায়িত্ব পালন করেন। ২০১৮ সালের মার্চে কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে তার পদায়ন হয়। জামাল নাসের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাজতখোলা হাই স্কুল থেকে এসএসসি, ভিক্টোরিয়া কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স-মাস্টার্স করেন। তিনি কুমিল্লার লালমাই উপজেলার শিকারপুর গ্রামের ভাষাসৈনিক মো. তাজুল ইসলামের ছেলে। আজ শনিবার সকালে অধ্যাপক জামাল নাসের বাসসকে বলেন, পরীক্ষায় শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে চেষ্টা করব।
প্রফেসর মোঃ আবদুস ছালাম সর্বশেষ কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়