বাসস
  ১৭ আগস্ট ২০২২, ১৪:২৭

মুরাদনগরে পাঁচটি ড্রেজার মেশিন জব্দ

কুমিল্লা (দক্ষিণ), ১৭ আগস্ট, ২০২২ (বাসস) : কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করার সময় কুমিল্লার মুরাদনগর উপজেলার পাহাড়পুর ও ছালিয়াকান্দি ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আজ বেলা ১১ টায় মাটিকাটার ৫ টি ড্রেজার মেশিন জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হুদা।
স্থানীয় উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মুরাদনগর উপজেলায় দীর্ঘদিন যাবত কৃষিজমি থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে মাটি উত্তোলনের মাধ্যমে একটি চক্র  ক্রয় বিক্রি করে আসছে। তারই পরিপ্রেক্ষিতে মাটি ক্রয়-বিক্রয় উত্তোলনকারীর চক্রের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। 
মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট  মোঃ নাজমুল হুদা বাসসকে বলেন, আমরা অবৈধ ড্রেজারের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেশিন ও পাইপ জব্দ, জেল ও জরিমানা করে আসছি।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়