BSS-BNhrch_cat_news-24-5
বাসস
  ১৫ আগস্ট ২০২২, ১৭:০৩

সিরাজগঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষে দুস্থদের মাঝে উপহার সামগ্রি বিতরণ

সিরাজগঞ্জ, ১৫ আগস্ট ২০২২ (বাসস): জেলায় আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭-তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে উপলক্ষে নর্থ-ওয়েষ্ট পাওয়ার জেনারেশন কোম্পানী লিমিটেড-এর উদ্যোগে পাঁচশ’জন দরিদ্র ও অসহায় ব্যক্তির মাঝে উপহার সামগ্রি বিতরণ করা হয়েছে। 
আজ সোমবার দুপুরে শহীদ এম. মনসুর আলী মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সামগ্রি বিতরণ করা হয়েছে। 
নর্থ ওয়েষ্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড প্রধান প্রকৌশলী শফিকুল ইসলাম-এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।
এ অনুষ্ঠানে জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মনির হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লুৎফর নাহার প্রমুখ উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়