BSS-BNhrch_cat_news-24-5
বাসস
  ১৫ আগস্ট ২০২২, ১৩:০৫

হবিগঞ্জে জাতীয় শোক দিবস পালিত 

হবিগঞ্জ, ১৫ আগস্ট, ২০২২ (বাসস) : স্বাধীনতার মহান স্থপতি ,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী  ও জাতীয়  শোক দিবস উপলক্ষে হবিগঞ্জে নানান কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার সকাল ৯টায় জেলা প্রশাসনের উদ্যোগে নিমতলায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি, জেলা প্রশাসক ইশরাত জাহান এবং পুলিশ সুপার এস এম মুরাদ আলি, হবিগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম। 
এ সময় জাতির পিতাসহ  ১৫ আগস্টের শহীদদের আতœার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। 
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ  জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তর ও সংগঠন পর্যায়ক্রমে পু®স্তবক অর্পণ করে।
এছাড়া শোক দিবস উপলক্ষে হবিগঞ্জ জেলা প্রশাসন মেডিকেল ক্যাম্প, আলোচনাসভা, দোয়া মহফিল, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা এবং শোক র‌্যালীর আয়োজন করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়