বাসস
  ১৫ আগস্ট ২০২২, ১২:৪৭

জয়পুরহাটে জাতীয় শোক দিবস পালিত  

জয়পুরহাট, ১৫ আগস্ট, ২০২২ (বাসস) : জেলায় আজ সোমবার স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত  বার্ষিকী ও জাতীয় শোক দিবস  পালন করা হয়েছে। 
কর্মসূিচর মধ্যে ছিল সুর্যোদয়ের সঙ্গে সরকারী, আধা-সরকারী, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বে-সরকারী ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। সকাল ৭ টায় শহীদ ডা: আবুল কাশেম ময়দানে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন জেলার বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান। এখানে পুলিশের একটি চৌকশ দল গার্ড  অব অনার প্রদান করে এবং মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। জেলা আওয়ামীলীগ ও অংগসংগঠনসহ  বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও বেসরকারি উন্নয়ন সংস্থা , স্কুল কলেজের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ ছাড়াও জেলা শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমি জাতীয় শোক দিবস উপলক্ষে  রচনা, আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে। সরকারি শিশু পরিবার, সকল এতিম খানা, মসজিদ, মন্দির, গীর্জায় কোরআন খানি, দোয়া মাহফিল, বিশেষ প্রার্থনা, শিক্ষা প্রতিষ্ঠানে কবিতা পাঠ, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, চিত্র প্রদশর্নী, হাম্দ-নাত প্রতিযোগিতা ও দোয়া মাহফিল, রেড ক্রিসেন্টের উদ্যোগে বিনা মূল্যে ব্লাড গ্রুপিং এবং জেলা তথ্য অফিসের উদ্যোগে প্রামাণ্য চিত্র প্রদর্শনীর ব্যবস্থা করা হয় । জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।  জেলা পরিষদের পক্ষ থেকে  মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ ছাড়াও জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়