বাসস
  ১৩ আগস্ট ২০২২, ১৯:১৯

মুক্তিযোদ্ধার সন্তানদের আলোর মিছিল আগামীকাল

ঢাকা, ১৩ আগস্ট, ২০২২ (বাসস) :  পঁচাত্তরের ১৫ আগস্ট যে পথে ঘাতকের ট্যাঙ্ক ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে বাঙালি জাতিকে অন্ধকারে নিমজ্জিত করেছে সে পথে আলো জ্বালাবে মুক্তিযোদ্ধার সন্তানরা। 
জাতির পিতার ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আগামীকাল রোববার সন্ধ্যায় সংসদ ভবনের সম্মুখে মানিক মিঞা এভিনিউর টিএন্ডটি মাঠের সামনের যাত্রী ছাউনি থেকে মুক্তিযোদ্ধার সন্তানরা ৪৭টি মশাল নিয়ে ‘আলোর মিছিলের’ যাত্রা শুরু করবে। 
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি, দলের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস এমপি, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব পিযুষ বন্দোপাধ্যায়, সেক্টর কমান্ডার্স ফেরামের মহাসচিব সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা হারুন হাবীর, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সম্প্রীতি বাংলাদেশের সদস্য সচিব ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল), প্রজন্ম একাত্তর সভাপতি আসিফ মুনীর তন্ময়, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের সাধারণ সম্পাদক আব্দুল মালেক মিয়াসহ বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ সেখানে উপস্থিত থেকে আলোর মিছিল কর্মসূচির উদ্বোধন করবেন। 
মিছিল পূর্ব সমাবেশে সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি মো. সাজ্জাদ হোসেন ও পরিচালনা করবেন সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদুজ্জামান শাহীন।   

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়