বাসস
  ১৩ আগস্ট ২০২২, ১৭:২৮

বরগুনায় কৃষক সমাবেশ ও মতবিনিময়সভা 

বরগুনা, ১৩ আগস্ট, ২০২২ (বাসস): জেলার আমতলী উপজেলায় আজ ‘বরিশাল অঞ্চলে উচ্চফলনশীল ব্রি ধান ৪৮, ব্রি ধান ৯৮ ও হাইব্রিড ধান আবাদের মাধ্যমে জমির উৎপাদনশীলতা বৃদ্ধি’ শীর্ষক কৃষক সমাবেশ ও মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বেলা ১১টায় উপজেলার মানিকঝুড়িতে অনুষ্ঠিত সমাবেশের আয়োজন করে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)। 
এ কৃষক সমাবেশে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. মশিউর রহমান। 
ব্রি’র সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে এ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বরগুনা জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু সৈয়দ মো. জোবায়দুল আলম, আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা সিএম রেজাউল করিম প্রমুখ। 
সমাবেশে কৃষক-কৃষাণীদের উচ্চফলনশীল জাতের ধান চাষে উদ্বুদ্ধকরণের পাশাপাশি জমির উৎপাদনশীলতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়