BSS-BNhrch_cat_news-24-5
বাসস
  ০৬ জুলাই ২০২২, ১৯:৩২

বিষখালী নদীর কচুয়া-বেতাগী ফেরি উদ্বোধন করলেন আমির হোসেন আমু

ঝালকাঠি, ৬ জুলাই, ২০২২ (বাসস): ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বিষখালী নদীর কচুয়া-বেতাগীর স্বপ্নের ফেরি উদ্বোধন করলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু।
তিনি আজ বুধবার দুপুর ১২টায় রাজধানীর বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ ফেরি সার্ভিস উদ্বোধন করেন। 
উদ্বোধনী অনুষ্ঠানে আমির হোসেন আমু বলেন, এ ফেরি চালু হওয়ার ফলে ঝালকাঠি জেলার সাথে পায়রা সমুদ্রবন্দর, পর্যটন কেন্দ্র কুয়াকাটার সাথে ঝালকাঠি জেলার সরাসরি যোগাযোগ স্থাপন হলো। এর ফলে সহজ হবে এখানকার মানুষের যাতায়াত। ব্যবসা বাণিজ্যসহ জীবন যাত্রার মান বৃদ্ধি পাবে। 
তিনি বলেন, বরিশাল থেকে পর্যটন কেন্দ্র কুয়াকাটা যেতে ৬টি ফেরি ছিলো, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে ব্রিজ করে দিয়েছেন। স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের পর বিষখালী কচুয়া-বেতাগী ফেরি চালু হওয়ায় দক্ষিণ অঞ্চলের মানুষের জন্যে আর এক উন্নয়ন দ্বার খুলে গেল। এমনকি এ ফেরি পরাপার হয়ে যশোরের বেনাপোল হয়ে সরাসরি ভারতের সাথে এ অঞ্চলের ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে। 
প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রীর একান্ত সহকারী সচিব মো: আতিকুর রহমান রুবেল এর ব্যবস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠি  সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখ নাবিল হোসেন। 
কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: এমাদুল হক মনিরের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তরুন কর্মকার, জেলা যুবলীগ আহবায়ক রেজাউল করিম জাকির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: হাবিবুর রহমান উজির সিকদার প্রমুখ।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বেটা ভার্সন